ভারতে করোনায় নতুন করে ১৩২১ জনের মৃত্যু

প্রকাশ | ২৪ জুন ২০২১, ১২:২১

অনলাইন ডেস্ক

করোনার দ্বিতীয় ঢেউয়ের আক্রোশের হাত থেকে রক্ষা পায়নি প্রতিবেশী দেশ ভারত। বৃহস্পতিবার (২৪ জুন) দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় ১ হাজার ৩শ ২১ জনের মৃত্যু হয়েছে।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে ৫৪ হাজার ৬৯ জন। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ১ হাজার ৩শ ২১ জনের। এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্ত হলো ৩ কোটি ৮২ হাজার জন। মারা গেছে ৩ লাখ ৯১ হাজার ৯শ ৮১ জন। গত বুধবার (২৩ জুন) ভারতে মারা গিয়েছিল ১ হাজার ৩শ৫৮ জনের। আর  করোনাক্রান্ত হয়েছিল ৫০ হাজার ৮৪৮ জন।

ভারতে করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখন পর্যন্ত শীর্ষ অবস্থানে রয়েছে মহারাষ্ট্র। এরপরেই রয়েছে কেরালা এবং তামিলনাড়ু। কেরালায় গত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমণ ১২ হাজার ৭৮৭, মহারাষ্ট্রে ১০ হাজার ৬৬ এবং তামিলনাড়ুতে ৬ হাজার ৫৯৬। এখন পর্যন্ত ভ্যাকসিনের ৩০ কোটি বেশি ডোজ সরবরাহ করেছে ভারত। বুধবার ৫৮ লাখ ৩৪ হাজার মানুষকে ভ্যাকসিন দেওয় হয়েছে। এর মধ্যে মহারাষ্ট্রে ৬ লাখের বেশি মানুষকে ভ্যাকসিন দেওিয়া হয়েছে।