ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ৩ কোটি ছাড়াল
প্রকাশ | ২৩ জুন ২০২১, ১২:৪০
মহামারি করোনায় বিধ্বস্ত ভারতে গত ২৪ ঘণ্টায় বেড়েছে শনাক্ত ও মৃত্যু সংখ্যা। এ নিয়ে দেশটিতে মোট করোনা রোগীর সংখ্যা ছাড়িয়েছে ৩ কোটি। বুধবারের সবশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে এখন দৈনিক সংক্রমণের হার ২ দশমিক ৬৭ শতাংশ।
বুধবার (২৩ জুন) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৫০ হাজার ৮৪৮ জন মানুষ। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন সংক্রমিত রোগী বেড়েছে প্রায় ৮ হাজার। টানা কয়েকদিন নতুন রোগী শনাক্তের সংখ্যা কমে এলেও বুধবার তা আবারও কিছুটা বেড়ে গেল। সর্বশেষ এই সংখ্যাসহ মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২৮ হাজার ৭০৯ জনে।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৩৫৮ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় গত একদিনে মৃত্যু বেড়েছে প্রায় দুইশো। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৯০ হাজার ৬৬০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ কোটি ৮৯ লাখ ৯৪ হাজার ৮৫৫ জনে। গত কয়েক সপ্তাহ ধরেই ভারতে দৈনিক সংক্রমণের হার কমছে।