x

এইমাত্র

  •  ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৯৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্ত ৯১৮, মারা গেছেন ১৯ জন: এনডিটিভি
  •  ব্রিটেনে করোনায় ২৪ ঘণ্টায় মারা গেছেন ২৬০ জন; মোট ১০১৯। আক্রান্ত বেড়ে ১৭ হাজার ৮৯: ইভনিং স্ট্যান্ডার্ড
  •  জার্মানিতে বসবাসরত পাঁচজন বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে একজন নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন
  •  ইরানে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন আরও ১৩৯ জন। এছাড়া দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩০৭৬ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত ৩৫৪০৯ এবং মৃত ২৫১৭

কুষ্টিয়ায় ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৪৮

জাগরণীয়া ডেস্ক

কুষ্টিয়ার ভেড়ামারায় চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গুতে রিনা খাতুন (২১) নামে এক গৃহবধূ মারা গেছেন। তিনি ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের কাজীহাটা গ্রামের রায়হান আলীর স্ত্রী।

১০ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ছয়টার দিকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই গৃহবধূর মৃত্যু হয়।

স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুরুল আমিন বলেন, রিনা খাতুন তিন দিন আগে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। ওই গৃহবধূর অবস্থা জটিল ছিল। তাকে উন্নত চিকিৎসার জন্য পরামর্শ দিলেও তিনি সেখানেই ছিলেন। আজ সকালে তিনি মারা যান।

উল্লেখ্য, কুষ্টিয়া জেলায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ৭৫০ ছাড়িয়েছে। বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত ৫২ রোগী ভর্তি আছে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত