রাজধানীতে ডেঙ্গুতে আরেক নারীর মৃত্যু

প্রকাশ : ২৯ আগস্ট ২০১৯, ১৯:৪০

জাগরণীয়া ডেস্ক

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শারমিন আক্তার (৩৫) নামে এক নারী রাজধানীর গ্রিনরোডের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

২৯ আগস্ট (বৃহস্পতিবার) ভোরে শারমিনের মৃত্যু হয়। নিহত শারমিনের বাড়ি ফরিদপুর জেলায়। ঐ হাসপাতালের পেশেন্ট কেয়ার অফিসার মেহেদী হাসান শারমিনের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শারমিন কিছুদি আগে ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিতসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে বুধবার রাত ৮ টার দিকে তাকে গ্রীনরোডের সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ডেঙ্গুর শক সিন্ড্রোমে ভুগছিলেন। তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছিল। ভোরের দিকে তিনি মারা যান। এ হাসপাতালে এই প্রথম কেউ ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেলো।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত