জোড়া মাথার অস্ত্রোপচার

ভালো আছে রাবেয়া-রুকাইয়া

প্রকাশ : ০৪ আগস্ট ২০১৯, ১৫:৫৬

জাগরণীয়া ডেস্ক

দুই যমজ বোন রাবেয়া ও রুকাইয়ার সংযুক্ত মাথা আলাদা করার পর দুই বোনের অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

গত ২ আগস্ট (শুক্রবার) রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে ৩৩ ঘন্টা সময় লাগে এই অস্ত্রপচারে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ ধরনের অস্ত্রোপচার অত্যন্ত জটিল এবং সাফল্যের হার খুব বেশি নয়। অস্ত্রোপচারের পর রাবেয়া এবং রুকাইয়ার অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে এ ধরনের অস্ত্রোপচারের পরও সব সময় ঝুঁকি এবং বেশ জটিলতা থাকে।

অস্ত্রোপচারে অংশগ্রহণ করেন হাঙ্গেরির একটি বিশেষজ্ঞ দল। তাদের সাথে এই জটিল অস্ত্রোপচারে ছিলেন সিএমএইচের নিউরো অ্যানেসথেশিওলজিস্টদের তত্ত্বাবধানে ঢাকা মেডিকেল কলেজ, শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট, হার্ট ফাউন্ডেশন, নিউরো সায়েন্স ইনস্টিটিউট, সোহরাওয়ার্দী হাসপাতাল ও শিশু হাসপাতালের শতাধিক সার্জন ও অ্যানেসথেশিওলজিস্ট এই জটিল অস্ত্রোপচারে অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত