৬১ শতাংশ নারী পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহার করে

প্রকাশ : ১০ জুলাই ২০১৯, ১৮:২০

জাগরণীয়া ডেস্ক

দেশে বর্তমানে ৬১ দশমিক ৬ শতাংশ নারী আধুনিক পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহার করে বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

১০ জুলাই (বুধবার) বিশ্ব জনসংখ্যা দিবস পালন উপলক্ষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম এ তথ্য জানান।

এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘টুয়েন্টিফাইভ ইয়ারস অব দ্য আইসিপিডি: অ্যাসেলারেটিং দ্য প্রমিজ’ যার ভাবানুবাদ করা হয়েছে ‘জনসংখ্য ও উন্নয়নে আন্তর্জাতিক সম্মেলনের ২৫ বছর: প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়ন।’

সংবাদ সম্মেলনে সচিব বলেন, প্রতিরোধযোগ্য মাতৃমৃত্যুর হার ‘শূন্য’ এবং মেয়ে ও নারীর প্রতি সহিংসতা, পরিবার পরিকল্পনার তথ্য ও সেবার অপূর্ণ চাহিদার হার শূন্যের কোঠায় নিয়ে আসা, এবং যৌন হয়রানির প্রবণতা বন্ধ হওয়ার উপর সরকার জোর দিচ্ছে।

আগামী ১১ জুলাই কেন্দ্রীয়ভাবে সকাল সাড়ে ৮টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলানায়তনে সকাল সাড়ে ১০টায় উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত