নওগাঁয় জোড়া লাগানো যমজ কন্যাশিশুর জন্ম

প্রকাশ | ২৯ নভেম্বর ২০১৮, ১৬:৫৮

অনলাইন ডেস্ক

নওগাঁর মান্দা উপজেলায় জোড়া লাগানো যমজ কন্যাশিশুর জন্ম দিয়েছেন ফরিদা বেগম (২৫) নামে এক প্রসূতি। তিনি উপজেলার চককামদেব গ্রামের সবুজ হোসেন সরদারের স্ত্রী। 

২৯ নভেম্বর (বৃহস্পতিবার) দুপুরে উপজেলার একটি বেসরকারি ক্লিনিকে জোড়া লাগানো অবস্থায় কন্যা শিশু দু’টি জন্ম হয়। বর্তমানে প্রসূতিসহ শিশু দু’টি সুস্থ রয়েছে বলে জানা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ক্লিনিকের চিকিৎসক আব্দুস সোবহান জানান, সিজারিয়ানের মাধ্যমে দুই মাথা, চার হাত ও চার পা বিশিষ্ট জোড়া লাগানো যমজ কন্যাশিশু বের করেন চিকিৎসকরা। আধুনিক চিকিৎসার জন্য শিশু ও মাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

আধুনিক চিকিৎসা ব্যবস্থায় অপারেশনের মাধ্যমে শিশু দু’টিকে আলাদা করা সম্ভব বলেও জানান তিনি।

এদিকে জোড়া লাগানো শিশুর জন্মের খবর ছড়িয়ে পড়লে তাদের এক নজর দেখার জন্য উৎসুক জনতা ভিড় জমান ঐ ক্লিনিকে।