পুষ্টিগুণে ভরপুর ফুলকপি

প্রকাশ | ২৩ নভেম্বর ২০১৮, ১৫:৩১

অনলাইন ডেস্ক

শীতকালীন সবজি হিসেবে ফুলকপির জুড়ি নেই। ভাজি, পাকোড়া, ঝোলসহ নুডলস, স্প্যাগেটি রান্নাতে স্বাদ বাড়ায় ফুলকপি। অনন্য গুণে সমৃদ্ধ ফুলকপির খেলে কী হয় জেনে নিই-

নিয়মিত ফুলকপি খেলে দেহের প্রয়োজনীয় পুষ্টি চাহিদা পূরণ হয়। ফুলকপিতে রয়েছে প্রচুর ভিটামিন-সি থাকে। এছাড়াও রয়েছে ভিটামিন কে, ভিটামিন বি৬, প্রোটিন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, ফাইবার, পটাসিয়াম ও ম্যাঙ্গানিজ।

ফুলকপিতে সালফারের যৌগ সালফোরাফেন থাকে যা ব্লাড প্রেশারের উন্নতিতে সাহায্য করে। সালফোরাফেন ক্যান্সার সৃষ্টিকারী কোষ ধ্বংস করতে পারে এবং টিউমারের বৃদ্ধিকে বাঁধা দেয়।

ফুলকপিতে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবার যা খাবার হজম প্রক্রিয়ায় সাহায্য করে। 

এই সবজিতে আরেকটি উপকারী যৌগ কোলাইন থাকে। কোলাইন একটি বি ভিটামিন। কোলাইন জ্ঞান, শিক্ষা এবং স্মৃতির উন্নয়নে সাহায্য করে। প্রেগনেন্সির সময়ে ফুলকপি খেলে ভ্রূণের মস্তিষ্কের গঠনে সাহায্য করে।

ফুলকপিতে রয়েছে ‘অ্যান্টি-ইনফ্লেমেটরি নিউট্রিয়েন্টস’, যা শরীরের দহন প্রক্রিয়াকে নিয়ন্ত্রণে রাখে।