বায়ুদূষণের প্রভাবে অনিয়মিত পিরিয়ড
প্রকাশ | ২৭ জানুয়ারি ২০১৮, ২১:২৩
অনলাইন ডেস্ক
হিউম্যান রিপ্রোডাকশন জার্নালে প্রকাশিত এক গবেষণা বলছে, ক্রমবর্ধমান বায়ুদূষণের প্রভাব পড়ছে কিশোরীদের পিরিয়ডের উপর।
মার্কিন যুক্তরাষ্ট্রের বস্টন ইউনিভার্সিটি স্কুলের শ্রুতি মহালিঙ্গাইয়া জানাচ্ছেন, এত দিন পর্যন্ত শ্বাসনতন্ত্রের উপর বায়ু দূষণের প্রভাব নিয়ে আলোচনা চললেও, নতুন করে উঠে এসেছে বায়ু দূষণের কারণে নারীদের হরমোনের ভারসাম্য নষ্ট হওয়ারও সম্পর্ক রয়েছে। একই সাথে বাড়ছে বন্ধ্যাত্ব, পলসিস্টিক ওভারি সিন্ড্রোম, এমনকী বয়ঃসন্ধিতে ডেকে আনছে অনিয়মিত পিরিয়ড।
এ ছাড়াও অনিয়মিত লাইফস্টাইল, অতিরিক্ত ওজন, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং শরীরচর্চার অভাবও বয়ঃসন্ধিতে অনিয়মিত পিরিয়ডের অন্যতম বড় কারণ।