শীঘ্রই বাড়ি ফিরবে মুক্তামনি
প্রকাশ | ১৯ ডিসেম্বর ২০১৭, ১৫:৫৮
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন জানিয়েছন, মুক্তামনি আগামী দুই-একদিনের মধ্যেই হাসপাতাল ছেড়ে বাড়িতে ফিরতে পারবে।
১৮ ডিসেম্বর (সোমবার) তিনি বলেন, আজ মুক্তামনিকে নিয়ে আমাদের বোর্ড মিটিং ছিল। মিটিংয়ে সিদ্ধান্ত অনুযায়ী মুক্তামনিকে দুই-একদিনের মধ্যেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। মুক্তামনির বাবাকে ডেকে বোর্ডের সিদ্ধান্ত জানানো হয়েছে। মুক্তামনির বাবা-মা নিজেদের সুবিধামত হাসপাতাল ছেড়ে যাবেন।
তিনি বলেন, মুক্তামনির চেকআপের ব্যাপার আছে, ওষুধপত্র বুঝে নেওয়ার ব্যাপার আছে। এখন ছেড়ে দিলেও আমরা পরে তাকে আবার দেখবো। সে আমাদের নিয়মিত চেকআপে থাকবে। এবার ছেড়ে দেওয়ার পর আবার কবে আসতে হবে এটা মুক্তামনির বাবা-মাকে বলে দেওয়া হবে।
ডা. সামন্ত লাল বলেন, মুক্তামনি ভালো আছে। তবে মুক্তামনির যে সমস্যা, সেটা কখনই শতভাগ সুস্থ হবে না। তবে যাতে ভালো থাকতে পারে আমরা সে চেষ্টা চালিয়ে যাচ্ছি।