পলিমাজিয়া (Polymazia)

প্রকাশ | ১০ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৩৩

অনলাইন ডেস্ক

পলিমাজিয়া স্তনের এক ধরনের জন্মগত ত্রুটি। এটা ধরনের ত্রুটিযুক্ত ব্যক্তি বা মহিলার দুই এর অধিক স্তন থাকে। বেশির ভাগ ক্ষেত্রেই মুল স্তনের পাশে দুই বগল (Axilla) এ অতিরিক্ত স্তন দুটি থাকে। এছাড়া অনেকের কোমড়ের কুচকি (Groin), নিতম্ব (Buttock) অথবা উরুতেও (Thigh) এরা অবস্থান করতে পারে। গর্ভপরবর্তী নারীরা দুগ্ধ দানের সময় এই বাড়তি স্তন থেকে দুগ্ধ উৎপাদিত হতে দেখা যায়। এই বাড়তি স্তন কারো সমস্যা করে থাকলে তা সার্জারি করে কাটিয়ে নিলেই সমস্যার স্থায়ী সমাধান হয়ে যায়।