মুক্তামণির ড্রেসিং সম্পন্ন
প্রকাশ | ১৬ আগস্ট ২০১৭, ২২:০৭
বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরার মুক্তামনির অপারেশনের পাঁচ দিন পর ১৬ আগস্ট (বুধবার) সকালে ড্রেসিং সম্পন্ন হয়েছে। তার সার্বিক অবস্থা ভালো বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সহকারী অধ্যাপক তানভীর আহমেদ জানান, এখনও নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছে মুক্তামনি। তার সার্বিক অবস্থা ভালো।
এর আগে গত ১২ আগস্ট (শনিবার) অস্ত্রোপচার করে তার হাতের তিন কেজি ওজনের টিউমার অপসারণ করেন চিকিৎসকেরা।
প্রসঙ্গত, সাতক্ষীরায় বিরল রোগে আক্রান্ত মুক্তামনির রোগ নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হলে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা শুরু হয়। গত ১১ জুলাই তাকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তামনির চিকিৎসার দায়িত্ব নিয়েছেন।