মুক্তামনির অস্ত্রোপচার ১২ আগস্ট
প্রকাশ | ০৮ আগস্ট ২০১৭, ১৬:১২
অনলাইন ডেস্ক
বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরার শিশু মুক্তামনির অস্ত্রোপচার আগামী ১২ আগস্ট (শনিবার) সকালে করা হবে বলে ঠিক করেছেন চিকিৎসকরা।
৮ আগস্ট (মঙ্গলবার) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান অধ্যাপক ডা. আবুল কালাম ও ইউনিটটির সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন বিষয়টি জানিয়েছেন।
এর আগে সকালে মুক্তামনির চিকিৎসার জন্য গঠিত ১৩ সদস্যের মেডিকেল বোর্ড তার বায়োপসি রিপোর্ট পর্যালোচনা করে। এরপরই অস্ত্রোপচারের দিন ধার্য করা হয়।
ডা. আবুল কালাম ও ডা. সামন্ত লাল সেন জানান, মুক্তামনির জীবন রক্ষার্থে যদি তার রোগাক্রান্ত হাতটি কেটে ফেলতে হয়, তবে তা-ই করবেন তারা। অবশ্য হাতটি রাখার আপ্রাণ চেষ্টা করা হবে।