জন্মগত হৃদরোগ আক্রান্ত রোগীদের জন্য পরামর্শ
প্রকাশ | ১১ জুলাই ২০১৭, ২০:২৯
১। যে কোনো অপারেশন, দাত তোলা অথবা এন্ডোসকোপি পরীক্ষার আগে আপনার চিকিৎসককে জানান যে আপনার জন্মগত হৃদরোগ আছে।
২। ইনফেকটিভ এন্ডোকার্ডাইটিস (Infective endocarditis) রোগ প্রতিরোধের জন্য যে কোনো অপারেশন এমনকি দাত তোলার পূর্বেও আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এন্টিবায়োটিক ওষুধ সেবন করতে হবে।
৩। সর্দি কাশি অথবা শ্বাসকষ্ট হলে, কাশির সাথে রক্ত গেলে তাড়াতাড়ি চিকিৎসা করাতে হবে।
৪। শরীরের কোনো অংগে দুর্বলতা বা প্যারালাইসিস দেখা দিলে সাথে সাথে হাসপাতালে যোগাযোগ করতে হবে।
৫। অতিরিক্ত পরিশ্রম করা যাবেনা তবে শরীরে যতটুকু কুলায় ততটুকু পরিশ্রম করা যাবে।
৬। জন্মগত হৃদরোগ আক্রান্ত রোগী গর্ভধারনের পূর্বে অবশ্যই হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।
৭। খাদ্য নির্দেশনা - এ ধরনের রোগীদের নির্দিষ্ট কোনো খাদ্য তালিকা অনুসরন করতে হয়না, সব ধরনের স্বাভাবিক খাদ্য গ্রহনে এ ধরনের রোগীদের কোনো বাধা নেই।