৪০০ বছরের ইতিহাসে প্রথম নারী

প্রকাশ | ০৪ মে ২০১৬, ১৬:২১ | আপডেট: ১০ মে ২০১৬, ১২:২৩

অনলাইন ডেস্ক

অবশেষে স্বপ্ন পূরণ হলো শিলার, যখন তার বয়স ১০২ বছর। নিউরো স্পেশালিস্ট শিলা আবেগাপ্লুত গলায় জানালেন, ‘আমি লড়াই ছাড়িনি। জানতাম খালি হাতে ফিরবো না।’

১৯৩৮ সালের কথা। শিলা টাইলজ নামের এক তরুণীর স্বপ্ন পূরণের পথ আটকে দেয় হিটলারের নাৎসি বাহিনী। তার অপরাধ তিনি ইহুদি। কিন্তু পুরোপুরি হতাশ হননি শিলা। অপেক্ষা করেছেন। সামনে এগিয়ে যাওয়ার পথ খুঁজে গেছেন অবিরত।

অবশেষে বিজয়ীর হাসি হাসলেন তিনি। ২০১৫ সালের ১৮ আগস্ট শিলা টাইলজ পিএইচডি ডিগ্রি লাভ করেন। সে সময় এই খুশির খবরে চারদিক আলোচনায় সরব হয়।

৪০০ বছরের জার্মানির শিক্ষা ব্যবস্থার ইতিহাসে শিলা টাইলজ নাকি প্রথম নারী যিনি এই অনন্য নজির গড়েছেন।