ভারতে যুদ্ধবিমানের প্রথম তিন নারী পাইলট

প্রকাশ | ১৭ জুন ২০১৬, ০৩:১০ | আপডেট: ১৭ জুন ২০১৬, ০৩:৪৩

অনলাইন ডেস্ক

আর মাত্র দু’দিন পরেই ইতিহাসের খাতায় নাম লেখাতে যাচ্ছেন ভারতের তিন কন্যা। ভারতে যুদ্ধবিমানের প্রথম মহিলা পাইলট হিসাবে উড়বেন তারা। 

১৮ জুন ইতিহাসের সাক্ষী হতে চলেছে ভারত। অবনি চতুর্বেদী, ভাবনা কাঁথ আর মোহনা সিংহ— ভারতের তিন রাজ্যের তিন কন্যা ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন আকাশ ছোঁয়ার। স্বপ্ন দেখতেন শত্রুর হাত থেকে দেশকে রক্ষার। এই স্বপ্নই লক্ষ্যে পৌঁছে দিল তাদের।


এদের মধ্যে বিহারের দ্বারভাঙার বাসিন্দা ভাবনা। বেঙ্গালুরু থেকে মেডিক্যাল ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন। মধ্যপ্রদেশের মেয়ে অবনি কম্পিউটার সায়েন্স-এ স্নাতক করেছেন। তাদের দু’জনেরই বাবা ইঞ্জিনিয়ার। 

তবে ইলেক্ট্রনিক্স নিয়ে স্নাতক রাজস্থানের মোহনা ছোটবেলা থেকে বায়ুসেনা (বিমান বাহিনী) পরিবারে বেড়ে উঠেছেন। তার বাবা ভারতের বিমান বাহিনীতে কর্মরত।

তবে এতদূর আসার রাস্তাটা মোটেই সহজ ছিল না তাদের জন্য। পুরুষদের মতোই সমান পরিমাণ শারীরিক এবং মানসিক শ্রম এর দু’রকম প্রশিক্ষণের মধ্যে দিয়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করেছেন তারা। তবে এখনই শত্রু সীমানার উপর দিয়ে যুদ্ধবিমান উড়িয়ে নিয়ে যাওয়ার অনুমতি পাচ্ছেন না তারা। 

এয়ার চিফ মার্শাল অরূপ রাহা জানিয়েছেন, তাদের কাজ হবে কমব্যাট এয়ার পেট্রোলিং এবং দেশের সীমান্তে শত্রুর আগমন রোধ করা। ফাইটার প্লেনের পাইলট হিসাবে নারীদের নিযুক্ত করার বিল পাশ করার জন্য দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে ধন্যবাদ জানিয়েছেন এয়ার চিফ মার্শাল অরূপ রাহা। 

উল্লেখ্য, গত বছরের অক্টোবরে প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকর প্রথম সামরিক যুদ্ধবিমানে নারী পাইলট নিযুক্ত করার প্রস্তাব দেন।