আজ থেকে বিজিবি’র প্রথম নারী সদস্যদের পথচলা শুরু
প্রকাশ | ০৫ জুন ২০১৬, ১৩:০১
বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) প্রথমবারের মতো নিয়োগ পেতে যাচ্ছে ৯৭ নারী সদস্য। আজ সকালে চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবি’র প্রশিক্ষণ ক্যাম্পে পাসিং আউটের মাধ্যমে তারা নিয়োগ পাবেন। আর এর মাধ্যমে স্বপ্ন পূরণ হতে যাচ্ছে এসব নারীর।
বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বলছিলেন এই নারী সৈনিকেরা মূলত বিভিন্ন চেকপোস্ট ও বিভিন্ন অভিযানের দায়িত্বে থাকবেন। সীমান্তে বিভিন্ন চেকপোস্টে যেদিক দিয়ে বৈধভাবে মানুষ আসা যাওয়া করে সেখানে কোনও সন্দেহভাজন নারীকে দেখলে তাঁকে তল্লাশিতে মাঝেমধ্যেই বিড়ম্বনায় পড়তে হয়। সেখানে এখন নারী সৈনিকরা কাজ করবে।
বিজিবি সূত্রে জানা যায়, নানা পেশায় পুরুষের পাশাপাশি নারীর অংশগ্রহণ ও সমঅধিকার প্রতিষ্ঠা নিশ্চিত করার লক্ষ্যে বিজিবিতে ২০১৫ সালে প্রথমবারের মতো নারী সৈনিক নিয়োগের উদ্যোগ গ্রহণ করা হয়। রবিবার (৫ জুন) চট্টগ্রামে মৌলিক প্রশিক্ষণ শেষে নারী সৈনিকদের প্রথম ব্যাচটি বিজিবি’র কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে। এ বছর আরও ১০০ জন নারী সদস্য নিয়োগ দেবে বিজিবি। যাদের মৌলিক প্রশিক্ষণ শুরু হবে জুলাই মাসে।
মেজর জেনারেল আজিজ আহমেদ আরো জানান, যোগদানের পরপরই তাদেরকে টেকনাফ ও বেনাপোলের মতো যেসব এলাকায় নারী পাচারকারীদের আনাগোনা বেশি সেখানে পোস্টিং দেওয়া হবে। এ ছাড়াও বিজিবির গেটগুলোতেও নিরাপত্তার দায়িত্বে থাকবেন নারীরা।
মেজর জেনারেল আজিজ আহমেদ বলেন, কোনও অভিযানে গেলে সেখানে অন্যদের সাথে নারী সৈনিকরাও থাকবে। এছাড়াও বিভিন্ন হাসপাতালগুলোতে মেডিকেল এসিস্টেন্ট হিসেবে তাদের নিয়োগ দেয়া হবে।