নেপালে প্রথম নারী রাষ্ট্রপ্রধান বিদ্যা
প্রকাশ | ২৯ মে ২০১৬, ২০:০৩
নেপালের প্রথম নারী রাষ্ট্রপ্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন দল সিপিএন-ইউএমএল’র ভাইস চেয়ারপার্সন বিদ্যা দেবী ভান্ডারি। সম্প্রতি মরণব্যাধি ক্যান্সারকে জয় করে ফেরা বিদ্যাকে নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেছে নেপালের পার্লামেন্ট।
নেপালে বর্তমান প্রেসিডেন্ট নেপালি কংগ্রেস দলের রাম বরণ যাদব প্রথম গণপরিষদ নির্বাচনের পর ২০০৮ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। গত ২০ সেপ্টেম্বরে নেপালে নতুন সংবিধান ঘোষণার পর দেশটিতে আবার নতুন করে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, পার্লামেন্ট স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচন করতে হচ্ছে।
বুধবার নেপালের পার্লামেন্টে প্রেসিডেন্ট নির্বাচনের পর ফল ঘোষণা করেন পার্লামেন্টের স্পিকার ওনসারি ঘারতি মাগার। নির্বাচনে প্রতিপক্ষ নেপালি কংগ্রেস দলের কুল বাহাদুরকে ১১৩ ভোটের ব্যবধানে পরাজিত করে বিজয়ী হন সম্প্রতি বিদ্যা দেবী। প্রতিপক্ষ কুল বাহাদুর পান ২১৪ ভোট, এর বিপরীতে বিদ্যা পান ৩২৭ ভোট।
এর আগে গত ১১ অক্টোবরে নেপালের নতুন প্রধানমন্ত্রী নির্বাচন হয়েছেন ক্ষমতাসীন দল সিপিএন-ইউএমএল এর কে পি শর্মা অলি।
উল্লেখ্য, ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি অব নেপাল (ইউনিফাইড মার্কসিস্ট লেনিনিস্ট) এর ভাইস চেয়ারপার্সন বিদ্যা দেবী ভান্ডারি এর আগে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তিনি প্রয়াত কমিউনিস্ট নেতা মদন ভান্ডারির স্ত্রী।