প্রথমবারের মতো কংগ্রেসের উচ্চপদে ট্রান্সজেন্ডার নারী
প্রকাশ | ১০ জানুয়ারি ২০১৯, ১৫:৪৮
ভারতের জাতীয় মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পদে আসীন হলেন ট্রান্সজেন্ডার নারী অপ্সরা রেড্ডি। প্রথমবারের মতো ভারতের কোন রাজনৈতিক দলে একজন ট্রান্সজেন্ডার নারীকে এমন একটি গুরুদায়িত্ব দেয়া হলো।
গত ৮ জানুয়ারি (মঙ্গলবার) অপ্সরা রেড্ডির সঙ্গে একটি ছবি তুলে এই ঘোষণা নিজেই দিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।
এ প্রসঙ্গে জাতীয় মহিলা কংগ্রেসের সভানেত্রী সুস্মিতা দেব বলেন, ‘অপ্সরার রাজনৈতিক চিন্তাভাবনার স্বচ্ছতা খুব পছন্দ হয়েছিল। এ ব্যাপারে অপ্সরাকে কংগ্রেসে আসার জন্য আহবান জানাই এবং সভাপতি রাহুল গান্ধীর সঙ্গের সঙ্গে আলাপ করি।’
অপ্সরা রেড্ডি পেশায় একজন সাংবাদিক। তিনিই প্রথম ট্রান্সজেন্ডার নারী যিনি বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস সহ ভারতের বেশ কয়েকটি জনপ্রিয় ইংরেজী দৈনিকে সাংবাদিক এবং সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
এ প্রসঙ্গে অপ্সরা রেড্ডি বলেন, ‘দীর্ঘদিন সাংবাদিকতা করার সময় থেকেই নানা ধরণের অ্যাক্টিভিজমের সঙ্গেও যুক্ত ছিলাম। সবসময়েই মনে হত, বড় কিছু করতে হলে রাজনৈতিক প্ল্যাটফর্ম দরকার, যেখানে আমি বৃহত্তর সমাজের জন্য নীতিগত কিছু বদল ঘটাতে পারব।’
তিনি আরও বলেন, ‘রূপান্তরকামী সব নারীরা বলতেন, আমি জীবনে কোনদিন সফল হতে পারব না। এখন ভারতের সবচেয়ে বড় এবং পুরনো জাতীয় দলে নিজেকে সামিল করতে পেরেছি। এটা আমার কাছে খুবই আবেগময় মুহূর্ত।’
কংগ্রেসে যোগ দেয়ার আগে তামিলনাডু ভিত্তিক রাজনৈতিক দল এআইএডিএমকেতে ২০১৬ সালের মে মাসে যোগ দেন অপ্সরা রেড্ডি। তবে মুখ্যমন্ত্রী জয়ললিতার মৃত্যুর পর তিনি শশীকলার শিবিরে যোগ দেন।
ট্রান্সজেন্ডার নারী ও অ্যাক্টিভিস্ট রঞ্জিতা সিনহা বলছিলেন, ‘নিঃসন্দেহে ট্রান্সজেন্ডারদের এটি একটি পাওয়া। গান, শিক্ষা বা অধ্যাপনার মতো বিভিন্ন ক্ষেত্রে আমরা মাথা তুলে দাঁড়াচ্ছি। সেরকমই রাজনীতিও যে আমরা বুঝি, সেই জায়গাটাকেই সম্মান দিল কংগ্রেস।’
তিনি আরও বলেন, নিজেদের গোষ্ঠীর জন্য আমরা যেন লড়তে পারে, সেই ব্যবস্থাই করা উচিত সব দলের, সব সরকারের।
সূত্র: বিবিসি বাংলা