বাংলাদেশের প্রথম নারী শিক্ষামন্ত্রী দীপু মনি
প্রকাশ | ০৯ জানুয়ারি ২০১৯, ০০:৫৬
অনলাইন ডেস্ক
স্বাধীনতার ৪৭ বছর পর বাংলাদেশে প্রথম নারী শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসনের নির্বাচিত এমপি ডা. দীপু মনি। এর আগে নবম জাতীয় সংসদে তিনি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।
ষাটের দশকের মাঝামাঝি ভাষাবীর এমএ ওয়াদুদ এবং শিক্ষিকা রহিমা ওয়াদুদের ঘরে জন্মান দীপু মনি। তিনি ছিলেন সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। হয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। দলের অন্যতম মুখপাত্র হিসেবেও সারাদেশে এবং আন্তর্জাতিক অঙ্গনে সুনাম কুড়িয়েছেন। এবার তৃতীয়বারের মতো তিনি চাঁদপুর-৩ আসনের এমপি নির্বাচিত হয়েছেন।