ঢাবির প্রথম নারী সহকারী প্রক্টর সীমা ইসলাম
প্রকাশ | ০৫ ডিসেম্বর ২০১৮, ২৩:৪৭
চারুকলা অনুষদের গ্রাফিক ডিজাইন বিভাগের সহকারী অধ্যাপক সীমা ইসলামকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ে একজন প্রক্টর ও নতুন নিয়োগ পাওয়া সীমা ইসলামসহ ১২ জন সহকারী প্রক্টর হলেন।
গত ৩ ডিসেম্বর (সোমবার) সহকারী প্রক্টর হিসেবে সীমা ইসলাম যোগ দেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী এ তথ্য নিশ্চিত করেছেন।
এ প্রসঙ্গে ঢাবি শিক্ষক সীমা ইসলাম বলেন, ‘আমি খুবই আনন্দিত। প্রাপ্তির থেকে দায়িত্ব অনেক বেশি। আমরা যখন ছাত্রী ছিলাম, তখন বিভিন্ন সমস্যার সম্মুখীন হতাম। পুরুষ প্রক্টরের কাছে ছাত্রীরা অনেকসময় স্বাভাবিকভাবে সব কথা বলতে পারে না। আমদের সময়ও পারতাম না। মেয়েরা কোনো সমস্যায় পড়লে আশা রাখি খুব স্বাভাবিকভাবে সমাধান করা যাবে। এ পদক্ষেপ বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি যুগান্তরকারী পদক্ষেপ। এজন্য বিশ্ববিদ্যালয় উপাচার্যকে ধন্যবাদ জানাই।’
নবনিযুক্ত বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সীমা ইসলাম শিক্ষাজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও রোকেয়া হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।
উল্লেখ্য, ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত কোনো নারী, সহকারী প্রক্টর নিয়োগ হিসেবে নিয়োগ দেয়া হয়নি। সীমা ইসলাম হলেন ঢাবির ইতিহাসে প্রথম নারী সহকারী প্রক্টর।