প্রথম বাঙালি নারী কবি চন্দ্রাবতী
প্রকাশ | ২১ মে ২০১৬, ১৮:৪৭ | আপডেট: ২৫ মে ২০১৬, ১৬:৩৯
অনলাইন ডেস্ক
চন্দ্রাবতী বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম বাঙালি নারী কবি।
জন্ম ১৫৫০ খ্রীষ্টাব্দ, মৃত্যু ১৬০০ খ্রীষ্টাব্দ। তার পিতা মনসা মঙ্গল কাব্যের অন্যতম রচয়িতা দ্বিজ বংশী দাস এবং মাতার নাম সুলোচনা৷ মৈমনসিংহ গীতিকায় তার কথা পাওয়া যায়৷ তাঁর নিজের জীবনের ট্র্যাজেডি নিয়ে রচিত লোকগাঁথা শতাব্দীর পর শতাব্দী ধরে অবিভক্ত ময়মনসিংহ জেলার মানুষের মুখে মুখে ফিরে এসেছে৷
চন্দ্রাবতীর রচিত কাব্য হল:
মলুয়া, দস্যু কেনারামের পালা, রামায়ণ