পাহাড়ের প্রথম নারী চেয়ারম্যান মনি চাকমা
প্রকাশ | ২১ মে ২০১৬, ১৮:২৩
অনলাইন ডেস্ক
পার্বত্য অঞ্চলের প্রথম নারী চেয়ারম্যান মনি চাকমা। ২০১৪ সালের তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে রাঙামাটি জেলার বরকল উপজেলা পরিষদ থেকে চেয়ারম্যান নির্বাচিত হন মনি চাকমা।
পেশা জীবনের প্রথমে মনি চাকমা ছিলেন একজন উন্নয়নকর্মী। এরপর সেখান থেকে তার রাজনীতির মাঠে নামা। ২০০৩ সালে তিনি নিজ উদ্যোগে প্রতিষ্ঠা করেন বেসরকারি উন্নয়ন সংগঠন ‘সোসাইটি ফর ইন্ডিজিনাস উইমেন প্রোগ্রেস (সুইপ)’। দীর্ঘদিন তিনি এর নির্বাহী পরিচালক ছিলেন। কিন্তু ২০০৮ সালে তার ছোট ভাই নিখিলকে সংগঠনের দায়িত্ব দিয়ে দেন। এরপর তিনি পুরদমে রাজনীতিতে জড়িয়ে পড়েন।
পাহাড়ের অন্যতম প্রধান আঞ্চলিক দল জনসংহতি সমিতির দলীয় সমর্থন পাওয়ার পর আর পিছু ফিরে তাকাতে হয়নি তাকে।