বাগদাদের প্রথম নারী মেয়র জেকরা আলওয়াচ

প্রকাশ | ২১ মে ২০১৬, ১৭:৫৯

অনলাইন ডেস্ক

রাজধানী শহর বাগদাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদ মেয়র। আর এই বাগদাদের মেয়র হিসেবে প্রথমবারের মতো নির্বাচিত নারী হলেন জেকরা আলওয়াচ। এর আগে ইরাকের এমন গুরুত্বপূর্ণ পদে কোনো নারীকে দায়িত্ব দেয়া হয় নি।

জেকরা আলওয়াচ নামের এই নারী একজন সিভিল ইঞ্জিনিয়ার। এর আগে তিনি উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইরাকের রাজধানী বাগদাদের সবচে গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে থেকে জেকরা আলওয়াচ সরাসরি দেশের প্রধানমন্ত্রী হাইদার আল-আবাদির কাছে রিপোর্ট করেন এবং পদাধিকার বলে মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত থাকবেন।