কলকাতা হাইকোর্টে প্রথম নারী প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর

প্রকাশ | ২১ মে ২০১৬, ১৭:৪৮

অনলাইন ডেস্ক

মঞ্জুলা চেল্লুর হলেন প্রথম নারী যিনি কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি পদে দায়িত্ব পালন করছেন। মঞ্জুলা চেল্লুর এর আগে কেরল হাই কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন। বেল্লারির আল্লম সনুমংলাম্বা ওমেনস কলেজ থেকে স্নাতক এবং বেঙ্গালরের রেনুকাচার্য ল কলেজ থেকে আইন ডিগ্রি লাভ করেন কর্ণাটকের মেয়ে মঞ্জুলা চেল্লুর। বেল্লারিতেও তিনি ছিলেন প্রথম মহিলা আইনজীবী।

১৯৭৭ সালে সুপ্রিম কোর্টের পৃষ্ঠপোষকতায় তিনি ইংল্যান্ডে যান ‘জেন্ডার অ্যান্ড ল’ ফেলোশিপ করতে। ২০১৩ সালে কর্ণাটক রাজ্য মহিলা বিশ্ববিদ্যালয় তাকে সান্মানিক ডক্টরেট ডিগ্রি প্রদান করে।

দেওয়ানি এবং ফৌজদারি দুইক্ষেত্রেই সমান পারদর্শী মঞ্জুলা। ১৯৮৮ সালে জেলা এবং দায়রা বিচারক হিসাবে কাজ শুরু করেন তিনি। এরপর ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি কর্ণাটক হাই কোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হন। এরপর ২০১২ সালে কেরল হাই কোর্টের প্রধান বিচারপতি হিসাবে কাজ শুরু করেন তিনি। সেখান থেকেই এখন কলকাতা হাইকোর্টে আছেন তিনি।