ইউরোপে নিউক্লিয়ার গবেষণায় প্রথম বাংলাদেশি তনিমা

প্রকাশ | ২১ মে ২০১৬, ১৭:৩৬

অনলাইন ডেস্ক

ইউরোপিয়ান অরগানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ (সিইআরএন) এ গবেষণা করার জন্য নির্বাচিত প্রথম বাংলাদেশি তনিমা তাসনিম অনন্যা। তার গবেষণার বিষয়বস্তু হিগস-বসন নামের ইলেমেন্টরি পার্টিক্যাল সনাক্তকরণ।

তনিমা যুক্তরাষ্ট্রে অবস্থিত নাসার স্পেস টেলিস্কোপ সায়েন্স ইনস্টিটিউটে স্টার ফরমেশন নিয়ে তিন মাস গবেষণা করছেন।

ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে থিউরিটিক্যাল ফিজিক্সে এক বছর অধ্যায়ন শেষে বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ব্রিন মার কলেজের অযাস্ট্রোফিজিক্সের ছাত্রী।