x

এইমাত্র

  •  দেশে আরও ৫ করোনা রোগী শনাক্ত, মৃত্যু নেই
  •  বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ৫৩ হাজার ছাড়াল, আক্রান্ত ১০ লাখের বেশি মানুষ
  •  নিম্নমুখী সবজি-বাজার, বাড়তি চাল-ডাল-ভোজ্যতেল
  •  করোনা: মক্কা-মদিনায় অনির্দিষ্ট কালের জন্য কারফিউ

সাবিনা খাতুন: বিদেশি ক্লাবে প্রথম বাংলাদেশি নারী ফুটবলার

প্রকাশ : ২১ মে ২০১৬, ১৭:১৪

জাগরণীয়া ডেস্ক

সাবিনা খাতুন, বাংলাদেশের প্রথম নারী ফুটবলার যিনি বিদেশি কোন ক্লাবে খেলেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ ন্যাশনাল উইমেন্স ফুটবল টিমের স্ট্রাইকার। তিনি মালদ্বীপ পুলিশ ক্লাবে খেলেছেন ২০১৫ সালের ১৪ মার্চ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত।

২১ বছর বয়সী সাবিনা সাতক্ষীরার মেয়ে। মালদ্বীপে সাফলল্যের আগেই আটটি টুর্নামেন্টে সাবিনা ১০টি আন্তর্জাতিক গোল পেয়েছেন, এছাড়া গত পাঁচ বছরে জাতীয় এবং স্থানীয়ভাবে পেয়েছেন ১১৬টি গোল। ন্যাশনাল উইমেন্স ফুটবল চ্যাম্পিয়নশিপে তিনি যোগ দেন ২০০৯ সালে।

ফুটবলের মাঠেও নারীর অংশগ্রহণ ও কৃতিত্ব বাড়াতে একটি মাইলফলক রচনা করলেন সাবিনা। ২০১৫ সালের বিশ্ব নারী দিবসের প্রাক্কালে বাংলাদেশের প্রথম নারী ফুটবলার হিসেবে বিদেশি লিগে খেলার সুযোগ পেয়ে শুধু নিজেকেই না, বিশ্ব ক্রীড়াঙ্গনে দেশকেও নিয়ে গেলেন নতুন উচ্চতায়।

সাবিনা জানান, ২০১৪ সালে পাকিস্তানে তৃতীয় সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপে খেলতে গিয়ে তিনি মালদ্বীপের বিপক্ষে দুটি গোল করেছিলেন। সেখান থেকেই তারা তাকে পছন্দ করেছেন। মালদ্বীপ ফুটসাল ফুটবল ফিয়েস্তা ২০১৫ তে মোট ১৪টি টিম অংশ নেয়।

এর আগে সত্তরের দশকে বাফুফের বর্তমান প্রেসিডেন্ট এবং সেলিব্রিটি জাতীয় স্ট্র্রাইকার কাজী সালাহউদ্দিন হংকং প্রফেশনাল লিগের স্থানীয় টিম ক্যারোলিনা হিল এফসিতে খেলতে গিয়েছিলেন। এরপরে অবশ্য মোনেম মুন্না কলকাতার ইস্ট বেঙ্গল ক্লাবে খেলেছেন। তার সাথে সাথে শেখ মোহাম্মদ আসলাম, রুম্মান ওয়ালি বিন সাব্বিরসহ আরও অনেকেই কলকাতা লিগে খেলার সুযোগ পেয়েছেন। ২০১৪ সালে ইন্ডিয়ান সুপার লিগে আতলেতিকো ডি কলকাতায় যোগ দেন মামুনুল ইসলাম মামুন। কিন্তু দেশের বাইরের মাটিতে কোন লিগে নারী ফুটবলার হিসেবে প্রথম সাবিনাই যোগ দিয়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত