ভারতের প্রথম ওয়ার্ল্ড হেরিটেজ শহর ‘আহমেদাবাদ’
প্রকাশ | ১০ জুলাই ২০১৭, ২১:১২
জাতিসংঘের সংস্থা ইউনেসকো কর্তৃক ভারতের প্রথম ‘ওয়ার্ল্ড হেরিটেজ’ বা বিশ্ব ঐতিহ্য শহরের স্বীকৃতি পেয়েছে আহমেদাবাদ। ভারতীয় উপমহাদেশে এতদিন পর্যন্ত নেপালের ভকতপুর ও শ্রীলঙ্কার গল শহরই এই মর্যাদা পেয়েছিল। এবার সে তালিকায় যুক্ত হলো আহমেদাবাদ। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে এনডিটিভি।
প্রায় ৬০০ বছরের পুরনো শহর আহমেদাবাদ। গত শনিবার ইউনেসকো ওয়ার্ল্ড হেরিটেজ সিটির মর্যাদা দিয়েছে। পোল্যান্ডের ক্রাকোউতে ইউনেসকোর ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির (ডব্লিউএইচসি) পক্ষ থেকে সরকারিভাবে আহমেদাবাদের নাম ঘোষণা করা হয়।
আহমেদাবাদে বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা রয়েছে। আহমেদাবাদের পক্ষে দক্ষিণ আফ্রিকা, পোল্যান্ড, তুরস্কসহ কমপক্ষে ২০টি দেশ ভোট দেয়।
আহমেদাবাদ শহরের স্থাপত্য ও ধর্মীয় সহাবস্থানের কথা মাথায় রেখেই এই মর্যাদা পেয়েছে। ২০১০ সালে গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালে নরেন্দ্র মোদি ইউনেসকোর কাছে আহমেদাবাদের জন্য এ আবেদন করেন।