পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
প্রকাশ | ১২ জুন ২০১৭, ২১:১২
বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে পটুয়াখালীর উপকূল এলাকাজুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। নিম্নচাপের কারণে উপকূলের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন।
১১ জুন (রবিবার) রাত থেকেই পটুয়াখালীতে চলছে বৃষ্টিপাত। কোথাও কেথাও ভারি বৃষ্টির সঙ্গে বয়ে যাচ্ছে ঝড়ো হাওয়া। বৈরী আবহাওয়ার কারণে পায়রা বন্দরকে ৩নং স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পটুয়াখালীর কুয়াকাটা এলাকার অধিকাংশ মাছ ধরা ট্রলার তীরে ফিরতে শুরু করেছে।
খেপুপাড়া রাডার স্টেশন সূত্র জানায়, বৈরী আবহাওয়ার কারণে পায়রা বন্দরকে ৩নং হুশিয়ারী সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
রাডার স্টেশনের একজন কর্মকর্তা বলেন, আরও দুই-তিন দিন ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে। মাছ ধরা ট্রলারগুলোকে তীরে চলে আসার নির্দেশনা দেওয়া হয়েছে।