‘সুন্দরবনের ক্ষতি না করেই হবে রামপাল বিদ্যুৎ প্রকল্প’
প্রকাশ | ০৪ জুন ২০১৭, ১৭:৫২
আধুনিকায়নের নামে পরিবেশের ক্ষতি না করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সুন্দরবনের কোনো ক্ষতি না করেই বাস্তবায়িত হবে রামপাল বিদ্যুৎ প্রকল্প।
৪ জুন (রবিবার) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেকটা মানুষ যাতে তিনটি গাছ লাগায়। ফলজ, বনজ, ওষুধি। আমরা বৃক্ষ রোপণের প্রকল্প হাতে নিয়েছি। একমাত্র বৃক্ষ রোপণ করে পরিবেশ দূষণ রক্ষা করতে পারি। প্রাকৃতিক বৈচিত্র্য রক্ষা করতে পারি।
শেখ হাসিনা বলেন, ‘দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে হলে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় আমাদেরকে এগিয়ে যেতে হবে। এজন্য বর্তমান সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে।’
সম্প্রতি ঘূর্ণিঝড় মোরার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘আগাম ব্যবস্থা নেওয়ায় মানুষের জীবন রক্ষা করতে সক্ষম হয়েছি। ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়েছে।’
শেখ হাসিনা বলেন, ‘সুবজ বেষ্টনীই পারে প্রাকৃতিক দুর্যোগ রক্ষা করতে। তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। প্রাকৃতিক দুর্যোগ রক্ষা করতে আমাদের ২৫ শতাংশ বনায়ন করতে হবে। ইতোমধ্যে আমরা ১৭ শতাংশ বৃদ্ধি করতে সক্ষম হয়েছি।’
সরকারের ধারাবাহিকতা না থাকলে উন্নয়নের ক্ষতি হয়- এ কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ৯৬ সালে ক্ষমতায় আসার পর আমরা বনায়ন রক্ষায় কাজ শুরু করি। কিন্তু ২০০১ সালে বিএনপি-জামায়াত ক্ষমতায় এসে বনায়নের কাজ কেটে চিংড়ি ঘের শুরু করা হয়।
প্রধানমন্ত্রী বলেন, ‘২০০৮ সালে ক্ষমতায় আসার পর বনায়ন রক্ষায় নানা উদ্যোগ নেয়া হয়েছে। জীববৈচিত্র আইন ২০১৬ পাস করে তা বাস্তবায়নে কাজ করা হচ্ছে।’
তিনি বলেন, ‘আমার পরিবেশ দূষণ করি না। কিন্তু আমরা এর ক্ষতি হচ্ছি। তাই কারোর উপর নির্ভরশীল না হয়ে নিজেদের অর্থায়নে পরিবেশ ভারসাম্যে এগিয়ে আসতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, ‘ক্ষমতা হচ্ছে জনগণের সেবা করার সুযোগ। ক্ষমতায় আসার পর আমরা সেই সুযোগটি কাজে লাগাচ্ছি।’