ঘূর্ণিঝড়ে যোগাযোগের প্রয়োজনীয় সব নম্বর
প্রকাশ | ৩০ মে ২০১৭, ০৫:০২
ঘণ্টায় ৮৯ কিলোমিটার গতির বাতাসের শক্তি নিয়ে বাংলাদেশ উপকূলের আরো কাছাকাছি পৌঁছে গেছে প্রবল ঘূর্ণিঝড় মোরা। ২৯ মে (সোমবার) মধ্যরাতে উপকূল থেকে এটি ২৩০ কিঃমিঃ দূরে অবস্থান করছিল। মঙ্গলবার সকালে চট্টগ্রাম ও কক্সবাজার উপকূল অতিক্রম করতে পারে।
ঘূর্ণিঝড়ের সময় জানমাল রক্ষায় ও যেকোন জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য কিছু গুরুত্বপূর্ণ ফোন নম্বর পাঠকদের জন্য দেয়া হলো
জরুরী প্রাথমিক চিকিৎসারর জন্য কল করুন 634843
চট্টগ্রাম সিটি কর্পোরেশন: 630739
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষের ফোন নাম্বার: ৯৫৪০৪৫৪, ৯৫৪৫১১৫, ৯৫৪৯১১৬ ও ০১৭১৫১৮০১৯২
রেড ক্রিসেন্ট সোসাইটি: ০১৬৭৫৬২৮৮৪২ , ০১৯১৯০৯৮২০৭
* চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জরুরী কন্ট্রোলরুম: ০৩১৬৩০৭৩৯, ৬৩৩৬৪৯
* কক্সবাজার জেলাপ্রশাসনের কন্ট্রোলরুম: ০৩৪১৬৪২৫৪, ০১৭১৭০৯৪২১৩
চকরিয়া উপজেলা প্রশাসন: ০১৭৩৩৩৭৩২১৫, ০১৭৩৩৩৭৩২১৫
* কন্ট্রোল রুম লক্ষ্মীপুর: ০১৭৩২২০৫৫৫৮, ০৩৮১-৬২৪৮৩
কাছের সাইক্লোন সেন্টার এর ঠিকানা জানার জন্য হটলাইন: ৬১১৫৪৫
প্রয়োজনীয় এই নম্বরগুলি উপকূলীয় এলাকার মানুষকে জানানোর জন্য বিশেষ অনুরোধ করা হচ্ছে।