পাখি ও পৃথিবী বাঁচাতে সেতুবন্ধনের প্রচেষ্টা
প্রকাশ | ০৯ মার্চ ২০১৭, ২০:৫২
এসো পাখির বন্ধু হই, সবুজ এই পৃথিবীকে বাঁচাই- এই স্লোগানকে ধারণ করে ২০১৩ সাল থেকে কাজ করে যাচ্ছে নীলফামারীর সৈয়দপুরের স্বেচ্ছাসেবী সংগঠন “সেতুবন্ধন”।
কাজের ধারাবাহিকতায় নীলফামারীর নীলসাগর দীঘি প্রাঙ্গনে পাখি সুরক্ষায় সচেতনতামূলক বিলবোর্ড, আলোচনা সভা ও লিফলেট বিতরণ করা হয়।
৮ মার্চ বুধবার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সেতুবন্ধনের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক আফরোজ আহমেদ সিদ্দিকী টুইংকেল, প্রকৃতি বিষয়ক সম্পাদক ফাহিম হিমেল ও কার্যকরী সদস্য জুয়েল, নুর হোসেন প্রমুখ।
সেতুবন্ধনের সভাপতি আলমগীর হোসেন জানান, আমাদের কার্যক্রম চলমান। বিভিন্ন জেলা ও উপজেলায় আমাদের চলমান কার্যক্রমের ধারাবাহিকতায় এবার নীলফামারীর নীলসাগরে পাখির নিধন রোধ ও পাখির বংশ বৃদ্ধি সচেতনা সৃষ্ট সম্পর্কে ও পাখিবান্ধব পরিবেশ সৃষ্টি করার প্রচেষ্টা সম্পর্কে মানুষকে সজাগ করার জন্য একত্রিত হয়েছি।