পানির জন্য হাহাকার শেরপুরে
প্রকাশ | ২২ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:১৩
পানির জন্য হাহাকার করছে শেরপুরের চাষীরা। দুশ্চিন্তা দানা বাঁধছে আসন্ন চৈত্রের খরাদাহ নিয়ে।
বোরোক্ষেতে সেচের অভাবে কোথাও কোথাও মাটি ফেটে গেছে। কচি চারা শুকিয়ে হলুদ হতে শুরু করেছে কোথাও কোথাও। সঅনেকে শ্যালো মেশিনের বসিয়ে পানি দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু এতে খরচ বেশি হওয়ায় এটা তারা সারা মৌসুম চালিয়ে নিতে পারবেন না।
গ্রামের কৃষক দবির মিয়া বলেন, ‘কারেন নাই। ক্ষেত যে মইরা যাইতাছে গা। আমরা যে এহানে কান্দাকাটি করতাছি ক্ষেতের মধ্যে। আফনারা কারেনডা ঠিক কইরা দেন হে।’
শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক মাসরুল হক খান জানান, শেরপুরে পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় প্রায় পাঁচ হাজার সংযোগ রয়েছে। গত কদিন বিদ্যুৎ ব্যবস্থা খুবই খারাপ ছিল। তবে গত দুদিন ধরে জামালপুরে পাওয়ার প্লান্ট পাওয়ার প্যাক চালু হওয়ায় আমরা রাতে পর্যাপ্ত বিদ্যুৎ পাচ্ছি। রাত ১১টা থেকে সকাল ৭টা পর্যন্ত মোটর চালালে সেচকাজ আর ব্যাহত হবে না আশা করছি।
শেরপুরে এ বছর ৮৯ হাজার ৫৯৮ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে বলে জানিয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আশরাফ উদ্দিন।