‘ইটিপি নেই', ১০ কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

প্রকাশ | ১৬ ফেব্রুয়ারি ২০১৭, ২৩:২৬

অনলাইন ডেস্ক

ছাড়পত্র না থাকা ও ইটিপি স্থাপন না করার অভিযোগে রাজধানীর শ্যামপুর এলাকার ১০টি ডাইং অ্যান্ড ইস্পাত রোলিং কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।

বুধবার সকালে পরিবেশ ও বন উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের নেতৃত্বে পরিচালিত এক অভিযানে এসব কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় বলে পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল হাই জানান।

এ সময় কারখানার শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দিলেও পরে পুলিশ তা নিয়ন্ত্রণে আনে।

এবিষয়ে ডিএমপি ওয়ারী বিভাগের উপ-কমিশনার ফরিদ উদ্দিন বলেন, “অভিযানকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে সাময়িক উত্তেজনা দেখা দেয়। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।”