কুড়িগ্রামের আকাশে মেঘালয়ের শকুন

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০১৭, ১২:৫১

জাগরণীয়া ডেস্ক

কুড়িগ্রামে কোথাও কয়েক বছর শকুন দেখা না গেলেও গত ৭দিন ধরে জেলার উত্তর-পুর্ব সীমান্তে ঝাঁকেঝাঁকে শকুনের দল এসে মুখরিত করছে চরাঞ্চল।

স্থানীয়রা বলছেন, শকুনগুলো ভারতের মেঘালয় রাজ্যের তুরা, ও সিংগীমারী পাহাড় থেকে দল বেধে এসে চরগুলোতে ঘোরাঘুরি করছে। নারায়নপুর, পাখিউড়া, কালারচর, নুনখাওয়াচর, কাপনারচরসমূহে গত ৭ দিন ধরে শকুন আসতে দেখা গেছে।

জেলা পশুসম্পদ কর্মকর্তা দিপকরঞ্জন রায় বলেন, পাহাড়ে যখন খাদ্য সমস্যা দেখা দেয় তখন সীমান্ত ঘেষা ভারতের তুরা ও সিংগীমারী পাহাড় থেকে শকুনগুলো খাদ্য খুঁজতে সীমান্তবর্তী এলাকায় বের হয়। সারাদিন চরগুলোতে ঘোরাফেরা করে বিকেলে গন্তব্যে ফিরে যায়। এ অঞ্চলে মাঝে মধ্যে কালা ও গ্রিফন জাতের শকুন দেখা যায়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত