পাপুয়া নিউ গিনিতে ৭.৯ মাত্রার ভূমিকম্প

প্রকাশ | ২২ জানুয়ারি ২০১৭, ১৫:২৬

অনলাইন ডেস্ক

প্রশান্ত মহাসাগরের দ্বীপ রাষ্ট্র পাপুয়া নিউ গিনিতে ৮ মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে। দেশটির বোগাইনভাইল দ্বীপের আরাওয়া শহরের ৩৪ কিলোমিটার পশ্চিমে ভূমিকম্পের উৎপত্তিস্থল।

স্থানীয় সময় রবিবার (২২ জানুয়ারি) ভোর ৪টায় এ ভূমিকম্প অনুভূত হয়।

প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার সুনামি সতর্কতা জারি করেছে। তাছাড়া, পরবর্তী তিন ঘণ্টার মধ্যে পাপুয়া নিউ গিনি, সলোমান দ্বীপপুঞ্জ, নাউরু, কোসরে, ভানুয়াতু, চুক এবং ইন্দোনেশিয়া উপকূলে জলোচ্ছ্বাস হতে পারে।