সলোমান দ্বীপপুঞ্জে ৬.৮ মাত্রার ভূমিকম্প
প্রকাশ | ২০ জানুয়ারি ২০১৭, ১৫:২০
অনলাইন ডেস্ক
ওশেনিয়ার দেশ সলোমান দ্বীপপুঞ্জে একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৮। তবে, প্রাথমিকভাবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া কোনো ধরনের সুনামি সর্তকতাও জারি হয়নি।
২০ জানুয়ারি (শুক্রবার) বাংলাদেশ সময় ভোর ৫টা ৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো দেশটির কিরাকিরা এলাকা থেকে ৭১ কিলোমিটার উত্তরে। এর গভীরতা ছিলো ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ৩৩ কিলোমিটার।