বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী বিনটুরং উদ্ধার
প্রকাশ | ০৫ জানুয়ারি ২০১৭, ০০:০৬
সুনামগঞ্জের তারিহপুরের সীমান্ত এলাকায় স্থানীয়দের হাতে আটক বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী বিনটুরং উদ্ধার করেছে সিলেট বন বিভাগ। ৩ জানুয়ারি (মঙ্গলবার) সকালে প্রাণীটিকে সিলেট বন বিভাগের তত্বাবধানে নেওয়া হয়েছে বলে সিলেট বিভাগীয় বন কর্মকর্তা আর এস এম মুনিরুল ইসলাম জানান। ২ জানুয়ারি (সোমবার) তারিহপুরে লোকালয়ে ধরা পড়ে বিলুপ্তপ্রায় বিনটুরংটি।
মুনিরুল বলেন, তাহিরপুরের ব্রাহ্মণগ্রামের একটি গাছ থেকে পড়ে আহত হয় বিনটুরংটি। খবর পেয়ে সিলেট বন বিভাগের লোকজন তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়।
সিলেটের টিলাগড়ে বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রে বন্যপ্রাণী হাসপাতাল থাকলেও চিকিৎসক নেই। তাই বিনটুরংটিকে শ্রীমঙ্গলে পাঠিয়ে চিকিৎসা ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।
তিনি বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়ায় এদের বসবাস হলেও গত এক দশকে এ প্রজাতির ৭০ ভাগই বিলুপ্ত হয়ে গেছে। আর বাংলাদেশে এ পর্যন্ত মাত্র তৃতীয়বার দেখা মিলল দুর্লভ প্রাণীটির।
এর আগে মৌলভীবাজার জেলার আদমপুর ও বান্দরবানে দুটি বিনটুরং দেখা যায় বলে তিনি জানান।
৭ দিন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্বাবধানে রাখার পর আদমপুর ফরেস্টে বিনটুরংটি অবমুক্ত করা হবে বলে জানান এ বন কর্মকর্তা।