এবার ধোঁয়ায় ঢেকে গেছে চীন
প্রকাশ | ২১ ডিসেম্বর ২০১৬, ১৬:০০ | আপডেট: ২১ ডিসেম্বর ২০১৬, ১৬:৩১
ভারতের পর এবার চীন বায়ু দূষণে আক্রান্ত। দেশটির পুরো বেইজিং শহরকে দেখলে মনে হয় শহরটিকে যেন কুয়াশার চাদরে ঢাকা দিয়েছে কেউ। চারপাশে তাকালে শুধু চোখে পড়ছে ঘন ধূসর রঙের ধোঁয়া।
দুর্ঘটনা এড়াতে বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়। বড় বড় সড়কগুলোতেও যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে। বায়ু দূষণ কাটাতে এসব সড়ক বন্ধ করে দেওয়া হয়।
বায়ু দূষণের জন্য বেইজিং ও চীনের উত্তরাঞ্চলীয় এলাকাগুলো এমনিতে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এসব এলাকায় রেড এলার্ট জারি করা হয়েছে।
পরিবেশবাদী সংগঠন গ্রিন পিস সতর্ক করে জানিয়েছে, এই বায়ু ধূষণে প্রায় ৪৬০ মিলিয়ন মানুষ ক্ষতিগ্রস্থ হবে।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বায়ু দূষণের কারণে বেইজিং ক্যাপিটাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ১৬৯ ফ্লাইট বাতিল হয়ে গেছে। ২০ মিলিয়নের বেশি মানুষের বাস বেইজিংয়ে। কিন্তু বায়ু দূষণের জন্য শুধু বিমান নয় শহরটির পুরো যাতায়াত ব্যবস্থা ব্যাহত হয়েছে। গাড়ি যাতে চলাচল করতে না পারে সেজন্য সবগুলো রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।