বায়ুদূষণের কবলে তাজমহল

প্রকাশ : ০৭ নভেম্বর ২০১৬, ১৫:০৬

জাগরণীয়া ডেস্ক

বায়ুদূষণে আক্রান্ত ভারতের আগ্রা। দিল্লির পর এরমধ্যে আগ্রাতেও দূষনের মাত্রা বেড়ে গেছে। মাঠে শুকনো ফসল পোড়ানোয় ধোঁয়ার সাথে যুক্ত হয়েছে পোড়া গন্ধ।

কয়েক মিটার দূরের গাড়িও ঠিকমতো দেখা যাচ্ছে না। এমনকি দূষণের কবল থেকে মুক্তি পায়নি তাজমহল। মূল ফটক থেকে তাকালে দু’পাশের জাহানারা এবং রোশনারা মহল দেখাই যাচ্ছে না। ফলে তাজমহল দেখতে গিয়ে হতাশ হচ্ছেন পর্যটকরা। গত ২৮ ও ২৯ অক্টোবর দিল্লির বিভিন্ন এলাকায় বাতাসে দূষণের পরিমাণ মারাত্মক হারে বেড়ে যায়।

বিজ্ঞানীদের মতে, বাতাসে পার্টিকুলেট ম্যাটারের (পিএম) পরিমাণ প্রতি ঘনমিটারে ৫৮ দশমিক ৩৩ মাইক্রোগ্রাম। অথচ দিল্লির বিভিন্ন জায়গায় গত শনিবার সকাল ১০টায় প্রতি ঘনমিটারে গড় পিএমের পরিমাণ ৭০০ মাইক্রোগ্রাম দেখা গেছে যা স্বাভাবিকের তুলনায় বারো গুণ বেশি। আতঙ্কিত রাজ্য প্রশাসন সেখানকার সরকারচালিত ১ হাজার ৮০০ প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দেয়। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত