শতাধিক কচ্ছপের বাচ্চা কক্সবাজারে অবমুক্ত

প্রকাশ : ০৮ মে ২০১৬, ২১:৩০

জাগরণীয়া ডেস্ক

কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে গত মঙ্গলবার দুপুরে শতাধিক কচ্ছপের বাচ্চা অবমুক্ত করা হয়েছে। 

জীববৈচিত্র্য ও উপকূলের পরিবেশ রক্ষায় বনবিভাগ, হিমছড়ি জাতীয় উদ্যান ও ক্লাইমেট রেজিলিয়েন্ট ইকোসিস্টেম এ্যালাইভলিহুড (ক্রেল) প্রকল্পের উদ্যোগে এসব কচ্ছপের বাচ্চা অবমুক্ত করা হয়।

বিভাগীয় বন কর্মকর্তা (দক্ষিণ) মীর মো. আলী কবির জানান, কচ্ছপের প্রজ্জনন বৃদ্ধির জন্য বনবিভাগের উদ্যোগে দীর্ঘ ৮ বছর ধরে কক্সবাজার সমুদ্র সৈকতের উপকূল থেকে কাছিমের ডিম সংগ্রহ করা হচ্ছে। আর তা ৬৫-৭০ দিন সংরক্ষণ করে বাচ্চা ফোটানোর পরপরই সাগরে অবমুক্ত করা হয়।

তিনি জানান, মহেশখালীর সোনাদিয়া পূর্ব পাড়া, রামুর পেঁচারদ্বীপ ও টেকনাফের শীলখালী, সেন্টমার্টিন দ্বীপে এ ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছে। গত তিন মাসে প্রায় ৫ হাজার কাছিমের বাচ্চা সমুদ্র সৈকতে অবমুক্ত করা হয়েছে।

কাছিম অবমুক্ত করার সময় বিভাগীয় বন কর্মকর্তা ছাড়া হিমছড়ি জাতীয় উদ্যানের সভাপতি (সহ-ব্যবস্থাপনা কমিটি) এডভোকেট আয়াছুর রহমান, প্রকল্প সহকারী এমএ মান্নান, আঞ্চলিক সহকারী (ক্রেল) শফিকুর রহমান ও কর্মকর্তা ফরহাদ আল মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত