ধেয়ে আসছে ‘নাডা’

প্রকাশ | ০৫ নভেম্বর ২০১৬, ১৬:৩০

অনলাইন ডেস্ক

আবহাওয়া অফিস জানিয়েছে নিম্নচাপ ‘নাডা’ ঘণীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে বলে। ৪ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে সমুদ্রবন্দরগুলোকে।

শনিবার (০৫ নভেম্বর) বেলা দেড়টার দিকে আবহাওয়া অধিদপ্তরের একজন আবহাওয়াবিদ জানান, নিম্নচাপটি ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি শক্তি সঞ্চয় করছে। 

নিম্নচাপের কারণে দেশের দক্ষিণাংশে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়াসহ হাল্কা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।