রামপাল বাতিলে ইউনেস্কোর রিপোর্টকে জাতিসংঘের সমর্থন
প্রকাশ | ২৭ সেপ্টেম্বর ২০১৬, ১৩:৩৪ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৬, ১০:১৮
সুন্দরবনের পাশে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প নির্মাণে বাংলাদেশ সরকারের পরিকল্পনা বাতিলের জন্য ইউনেস্কোর সুপারিশকে সমর্থন করেছে জাতিসংঘ।
সোমবার (২৬ সেপ্টম্বর) নিয়মিত ব্রিফিংয়ে ওই সংস্থার মহাসচিব বানকি মুনের মুখপাত্র ফারহান হক বলেন, এ বিষয়ে ইউনেস্কো রিপোর্টের বাইরে কোনো বক্তব্য নেই।
উল্লেখ্য, ইউনেস্কোর ওই প্রতিবেদনে বলা হয়, রামপাল প্রকল্পের পরিবেশগত প্রভাব সমীক্ষা প্রতিবেদন (ইআইএ), প্রকল্পের নির্মাণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ-ভারত মৈত্রী পাওয়ার কোম্পানির বক্তব্য এবং দরপত্রের নথির মধ্যে বেশকিছু অসঙ্গতি পাওয়া গেছে।
প্রকল্প বাতিল করার যৌক্তিকতা তুলে ধরতে ইউনেস্কোর প্রতিবেদনে চারটি ঝুঁকির কথা তুলে ধরেন। ঝুঁকিগুলো হচ্ছে- বায়ুদূষণ, পানিদূষণ, জাহাজ চলাচল বেড়ে যাওয়া এবং প্রকল্প এলাকায় শিল্পকারখানা ও অবকাঠামো নির্মিত হলে পুঞ্জীভূত দূষণ।
প্রতিবেদনে আরও বলা হয়, গত দেড়শ বছরে সুন্দরবনের আয়তন অর্ধেকেরও বেশি কমে গেছে। এরই মধ্যে বন থেকে লোনা পানি এলাকার হরিণ, বুনো মহিষ, জাভান জলহস্তী, হগ হরিণ, বনগরু ও মাগার কুমির বিলুপ্ত হয়ে গেছে।