তাপপ্রবাহ চলবে আরও দুই-তিন দিন

প্রকাশ | ০৮ মে ২০১৯, ২৩:০০

অনলাইন ডেস্ক

রাজধানী ঢাকাসহ সারাদেশে অব্যাহত তাপপ্রবাহ আরও দুই থেকে তিন দিন চলমান থাকবে বলে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে।

০৮ মে (বুধবার) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে। আর ঢাকায় পারদ উঠছে ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে। 

ঘূর্ণিঝড় "ফণী"র প্রভাব কেটে যাওয়ার পর ০৬ মে (সোমবার) থেকে শুরু হওয়া মৌসুমের দ্বিতীয় দফা তাপপ্রবাহে তাপমাত্রা ক্রমশ বাড়ছে। পাশাপাশি তাপপ্রবাহের বিস্তারও বাড়ছে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন।