x

এইমাত্র

  •  গত ২৪ ঘন্টায় করোনায় নতুন সংক্রমিত ২৯১১ জন, মৃত ৩৭ জন
  •  বিশ্বে করোনায় মোট মারা গেছেন ৩ লাখ ৭৭ হাজার ৫৭৯ জন
  •  বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ ২৯ লাখ ০৮ হাজার ৭৯৬ জন

ঘূর্ণিঝড় ফণী: ৫৩ হাজার একর ফসল ক্ষতিগ্রস্ত

প্রকাশ : ০৪ মে ২০১৯, ২৩:২৩

জাগরণীয়া ডেস্ক

ঘূর্ণিঝড় ফণীর আঘাতে বাংলাদেশে ৫৩ হাজার একর ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১৩ হাজার বসত-বাড়ি ভেঙে গেছে বলে জানিয়েছে জাতীয় দুর্যোগ সাড়া সমন্বয় কেন্দ্র।

দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জিএম আবদুল কাদের বলেন, ঘূর্ণিঝড় ফণী বাংলাদেশে ঢুকার ফলে ৩৩০ একর জমির ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে এবং ৫২ হাজার ৭২৯ একর জমির ফসল আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ২ হাজার ২৪৩টি বাড়ি সম্পূর্ণ ভেঙে গেছে। ১১ হাজার ১৭২টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে তিনি জানিয়েছেন, এটা প্রাথমিক তথ্য। সারাদেশ থেকে সম্পূর্ণ তথ্য আসার পরে বিস্তারিত জানানো হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত