নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় ফণী

প্রকাশ : ০৪ মে ২০১৯, ১৫:৪৬

জাগরণীয়া ডেস্ক

ক্ষিপ্রতা হারিয়ে দুর্বল হয়ে পড়া ঘূর্ণিঝড় ফণী এখন নিম্নচাপে পরিণত হয়েছে। ৪ মে (শনিবার) সকাল নয়টার দিকে ঘূর্ণিঝড়টি ফরিদপুর-ঢাকা ও পার্শ্ববর্তী অঞ্চলে অবস্থান করার পর দুপুরে টাঙ্গাইল, পাবনা ও ময়মনসিংহে অবস্থান করে । শনিবার দুপুরে আবহাওয়া অধিদপ্তর সূত্র এ কথা জানায়।

আগামী ২৪ ঘণ্টায় ফণীর কারণে সৃষ্টি হওয়া নিম্নচাপে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে বলে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে। তবে মংলা ও পায়রা বন্দরে এখনো আগে থেকে দেখানো ৭ নম্বর বিপদসংকেত দেখাতে বলা হয়েছে। চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত আর কক্সবাজার সমুদ্রবন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়, ঘূর্ণিঝড় ও অমাবস্যার প্রভাবে উপকূলীয় জেলা চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, বরগুনা, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা জেলা এবং এসব এলাকার অদূরবর্তী দ্বীপ ও চর এলাকা স্বাভাবিকের চেয়ে দুই থেকে চার ফুট উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাস প্লাবিত হতে পারে। 

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে থাকা সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত