ভয়ঙ্কর রূপে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ফণী’

প্রকাশ : ০১ মে ২০১৯, ১৪:০৭

জাগরণীয়া ডেস্ক

দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়া ঘূর্ণিঝড় ‘ফণী’ ভারতের উড়িষ্যা উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে। খবর এনডিটিভি এর।

ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড় ‘ফণী’র কারণে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ এসময় হতে পারে ঘণ্টায় ১৭৫ থেকে ১৮৫ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ২০৫ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে। আগামী ৩ মে (শুক্রবার) উড়িষ্যার পুরি, গজপতি, জয়পুর, খোরধাসহ বেশ কয়েকটি জেলার ওপর দিয়ে এই ঝড় বয়ে যাবে বলে আশংকা করা হচ্ছে। 

ঘূর্ণিঝড় ‘ফণী’র কারণে  সর্বোচ্চ সর্তকতা জারি করা হয়েছে ভারতের তিনটি প্রদেশ-তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ ও অন্ধ্র প্রদেশে। ঘূর্ণিঝড় মোকাবিলায় তৈরি রাখা হয়েছে কোস্টগার্ড, নৌবাহিনীসহ সংশ্লিষ্টদের। ঘূর্ণিঝড়প্রবণ তিনটি প্রদেশে ৪১টি বিশেষ টিম পাঠানো হয়েছে। সেখানে খোলা হয়েছে ৮৭৯টি সাইক্লোন সেন্টার। যাতে ১০ লাখ লোক আশ্রয় নিতে পারবে। 

এদিকে, ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছে সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত