একই সাথে বজ্রঝড় ও তাপপ্রবাহের সম্ভাবনা

প্রকাশ | ০৩ এপ্রিল ২০১৯, ১৩:৩০ | আপডেট: ০৩ এপ্রিল ২০১৯, ১৫:৩০

অনলাইন ডেস্ক

বৈশাখ আসতে না আসতেই শুরু হয়েছে বৃষ্টি। মেঘলা আকাশের পাশাপাশি রয়েছে ঝড়ের পূর্বাভাস। 

আবহাওয়া অধিদপ্তর বলছে, এপ্রিল মাসেই দেশের উত্তর থেকে মধ্যাঞ্চলে ২ থেকে ৩টি বজ্রসহ মাঝারি অথবা তীব্র কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। এ মাসে স্বাভাবিকের চেয়ে একটু বেশি বৃষ্টি হবে। বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে ১/২ টি নিম্নচাপ, যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ের আকার ধারণ করতে পারে। অপরদিকে, ঝড়ের পরেই রয়েছে তীব্র তাপদাহের সম্ভাবনা। এক্ষেত্রে দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা ৪০ ডিগ্রি পর্যন্ত হতে পারে। 

মে মাসের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর বলেছে-উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে ২ থেকে ৩ দিন মাঝারি অথবা তীব্র বজ্রঝড় ও দেশের অন্যান্য স্থানে ৩ থেকে ৪ দিন হালকা অথবা মাঝারি বজ্রঝড় হতে পারে।

আবহাওয়া অধিদফতরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান সামছুদ্দিন আহমদ এ সংক্রান্ত একটি প্রতিবেদন এরইমধ্যে কৃষিমন্ত্রীকে পাঠিয়েছেন।