তিমির পেট থেকে ৪০ কেজি প্লাস্টিক ব্যাগ উদ্ধার

প্রকাশ : ১৯ মার্চ ২০১৯, ১৬:৪৪

জাগরণীয়া ডেস্ক

ফিলিপাইনের দাভাও নগরীর পূর্বাঞ্চলে সমুদ্রতীরে ভেসে আসা একটি মৃত তিমির পেট থেকে প্রায় ৪০ কেজি প্লাস্টিক ব্যাগ বের করেছেন স্থানীয় একটি মিউজিয়ামের উদ্ধারকর্মীরা। 

এ প্রসঙ্গে আলেক্সজান্ড্রা ন্যশনাল জিওগ্রাফিতে এক প্রতিবেদনে লেখেন, অসুস্থ অবস্থায় একটি তিমি সাগরতীরে পড়ে রয়েছে-মেরিন সংস্থা থেকে এমন খবর আসার পর সেখানে ছুটে যান মিউজিয়ামের সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণি বিশেষজ্ঞ ও ডি’বোন কালেক্টর মিউজিয়ামের কিউরিয়েটর ডারেল ব্লেটচি। তিনি জানান, তিমিটি সেসময় খুব অসুস্থ ছিল এবং রক্তবমি করছিল। ল্যাবে এনে তিমির অপারেশন করার পর তার পেট থেকে বের হয় ১৬টি চালের বস্তা এবং বিপুল পরিমাণ 'শপিং ব্যাগ', নায়লনের দড়িসহ প্লাস্টিকের অনেক কিছু। 

এ প্রসঙ্গে উদ্ধারকর্মী ফেসবুকে লেখেন- একটি তিমির পেটে এত বিপুল পরিমাণ প্লাস্টিক বর্জ্য আগে কখনো দেখা যায়নি। 

তিমির পাকস্থলীতে প্লাস্টিকে ভর্তি হয়ে যাওয়ায় অনেকটা অনাহারে মারা গেছে প্রাণিটি। 

এর আগে ২০১৮ সালের জুনে দক্ষিণ থাইল্যান্ডের সৈকতে ভেসে আসা একটি মৃত পাইলট তিমির পেটে ৮০টি প্লাস্টিক ব্যাগ পাওয়া যায়। ওই বছর নভেম্বরে ইন্দোনেশিয়ার ন্যাশনাল পার্কে সমুদ্র থেকে ভেসে আসা একটি মৃত তিমির পেটে প্রায় ছয় কেজি প্লাস্টিক বর্জ্য পাওয়া গেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত