চলে গেলেন বন্যপ্রাণী গবেষক তানিয়া খান

প্রকাশ : ১৩ মার্চ ২০১৯, ১৭:২১

জাগরণীয়া ডেস্ক

বন্যপ্রাণী গবেষক তানিয়া খান আর নেই। ১৩ মার্চ (বুধবার) সকালে মৌলভীবাজারে নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সিলেট বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) শামসুল মুহিত চৌধুরী বলেন, সম্প্রতি মৌলভীবাজারের একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছিলেন তানিয়া খান। বুধবার সকালে কোন সাড়াশব্দ না পেয়ে সকাল ১০টা-১১টার দিকে এলাকাবাসী তার দরজা ভেঙে তাকে মৃত অবস্থায় পান। ধারণা করা হচ্ছে তিনি ঘুমের মধ্যেই হার্টঅ্যাটাকে মারা গেছেন। 

উল্লেখ্য, বন্যপ্রাণীর প্রতি ভালোবাসায় ২০০৬ সাল থেকেই বন্যপ্রাণীদের ছবি তুলতেন তানিয়া খান। ২০০৯ সালে ফরেস্ট রেঞ্জ অফিসার এম মুনির আহমেদ খানের সঙ্গে বিয়ে হয় তার। ২০১৫ সালে স্বামী মুনির আহমেদ এর দুর্ঘটনায় মৃত্যু হলে বন্যপ্রাণী গবেষণার কাজে মৌলভীবাজারেই থেকে যান তানিয়া খান। ব্যক্তি উদ্যোগে গড়ে তুলেন বন্যপ্রাণী সেবাকেন্দ্র ‘সোল’ (সেভ আওয়ার আনপ্রোটেক্টেড লাইফ) যার পরিচালক ছিলেন তানিয়া নিজেই। এই সেবাকেন্দ্রের মাধ্যমে আহত ও ক্ষতিগ্রস্ত পশুপাখিদের সেবা শুশ্রুষা দিয়ে সুস্থ করে নিজ আবাসে ছেড়ে দেয়া হতো। ব্যক্তিগত জীবনে তার ৩ মেয়ে এবং ১ ছেলে সন্তান রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত